শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিকেএ উদ্যোগে শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

রিপোটারের নাম
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিকেএ উদ্যোগে শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়।

৫ আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন গভঃ রেজিঃনং-এস ১০২৮/ ৯৮ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষকবৃন্দদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয় । বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি কবি মুহাম্মদ সাজেদ ইকবালের সভাপতিত্বে নগরীর একটি স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় অতিরিক্ত জেলাশাসক( শিক্ষা ) মুহাম্মদ হাসান । বিশেষ অতিথি ছিলেন ত্রাণ বিভাগের নির্বাহী কর্মকর্তা  সজীব কুমার চক্রবর্তী ও চট্টগ্রাম জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব জনাব মো: মিজানুর রহমান সরকারের ঊদ্যোগে চট্টগ্রামের কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (খাদ্য সহয়তার) ব্যবস্থা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন করোনায় ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষকদের পাশে সরকার আছে এবং থাকবে । মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষকবৃন্দদের জন্য এ উপহার পাঠিয়েছেন আগামিতেও থাকবে ।
সভাপতি  মুহাম্মদ সাজেদ ইকবাল শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তির জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দ্রুত স্কুল খুলে দেওয়া, করোনায় ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সহজ শর্তে ব্যাংক ঋন প্রদান সহ সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান ।
এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সৈয়দ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক(বিভাগীয়) কাজী সরোয়ার খান মনজু, মুহাম্মদ আনিসুল হক, অধ্যক্ষ মাশুকা বেগম, নজরুল ইসলাম, ডাক্তার মুহাম্মদ ইসমাইল চৌধুরী, হোসনা জাহান কলি, ফারুকুল ইসলাম, কাজী আব্দুর রহমান, নুরুল আমিন, মোহাম্মদ নাছির উদ্দিন, জাহেদুল আলম, এরশাদুল আলম, আব্দুল জলিল, দেদুল বড়ুয়া, খলিল উল্লাহ, মিসেস আমেনা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ