দি বাংলা খবর :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।