দি বাংলা খবর ::করোনা আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দীনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগষ্ট) বাদে জোহর নগরীর কদম মোবারক জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অসুস্থ মীর মো. নাছির উদ্দীনের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম।
দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মো. নাছির উদ্দীন করোনা আক্রান্ত হয়ে অসুস্থতার খবরে আমরা সবাই মর্মাহত হয়ে পড়েছি। সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করেছে। মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। কারণ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে এই অন্ধকার সময়ে মীর নাছির ভাইয়ের মতো একজন সাহসী, দেশপ্রেমিক নেতা এবং বলিষ্ঠ সংগঠক আমাদের ভীষণ প্রয়োজন। আমরা অন্তর থেকে মীর মো. নাছির উদ্দীনের রোগমুক্তির জন্য দোয়া করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করি।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, মীর মো. নাছির উদ্দীন করোনা থেকে বাঁচাতে দেশের মানুষের জন্য কাজ করেছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি আজ করোনা আক্রান্ত হয়েছেন। আমরা আশা করি তিনি আল্লাহর অশেষ রহমতে দেশবাসীর দোয়ায় আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বরাবরের মতো চট্টগ্রামবাসীর জন্য কাজ করে যাবেন। মহান আল্লাহর দরবারে মীর মো. নাছির উদ্দীনসহ সমগ্র বিশ্বকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য দোয়া করছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দীন, ইয়াসিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, মো. কামরুল ইসলাম, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, এম আই চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নগর বিএনপি নেতা একেএম পেয়ারু, আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, আরিফ মেহেদী, আলী ইউছুপ, ইউছুপ সিকদার, মো. মহসিন, ওয়ার্ড় বিএনপির সভাপতি হাজী নবাব খান, আলাউদ্দিন আলী নুর, হুমায়ুন কবির সোহেল, ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, মো. হাসান, আবু সাঈদ হারুন, হাজী মো. জাহেদ, নগর মৎস্যজীবীদলের আহবায়ক হাজী নুরুল হক, তাঁতীদলের আহবায়ক মনিরুজ্জামান টিটু, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নাজিমুল হক নাজু, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, মিয়া মো. হারুন খান, জিয়াউর রহমান জিয়া, সেলিম উদ্দীন রাসেল, হাজী মো. হোসেন, আবদুল হাকিম, আবদুল জলিল, মো. সালাউদ্দীন, আসাদুজ্জামান রুবেল, আবদুল আহাদ রিপন, সামিয়াত আমিন জিসান, গাজী শওকত, মো. শামীম প্রমুখ।