শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:২৭ পূর্বাহ্ন

এক হাজার জন ভিডিওকলে যোগ দিতে পারবে টেলিগ্রাম

রিপোটারের নাম
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

দি বাংলা খবর ::গ্রুপ ভিডিওকলে একসঙ্গে এক হাজার জন ব্যবহারকারী অংশ নিতে পারবে এমনি ফিচার চালু করেছে মেসেজিং ও অডিও-ভিডিও কলিং অ্যাপ টেলিগ্রাম। টেলিগ্রামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।

এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, এক হাজার জন অংশগ্রহণ করতে পারলেও অবশ্য ভিডিও স্ক্রিনে মাত্র ৩০ জনকে দেখা যাবে। আর বাকি ৯৭০ জন গ্রুপ কলে সংযুক্ত থেকে সবকিছু দেখতে ও শুনতে পারবেন।

গত জুনে সংক্ষিপ্ত পরিসরে ভিডিও কলিং ফিচার চালু করেছিল টেলিগ্রাম। তখনই টেলিগ্রাম জানিয়েছিলো শিগগিরই লাইভ ইভেন্টকে সহায়তা করতে ভিডিওকলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া বেশকিছু নতুন ফিচারও যুক্ত হবে বলেও জানিয়েছিলো অ্যাপটি। আর সেই কথা মোতাবেক, মিডিয়া এডিটরেও আপডেট ফিচার নিয়ে এসেছে টেলিগ্রাম। নতুন এই আপডেটের কারণে মিডিয়া এডিটরের ব্রাশকে ছোট বড় করে জুম করা, ব্যবহারকারীদের ফটো এবং ভিডিওতে সূক্ষ্ম বিবরণ আঁকতে দেয়।

এছাড়াও এন্ড্রয়েডের জন্য এনিমেটেড ইমোজি, প্লে ব্যাক স্পিড, এনিমেশন পাঠানো, পাসওয়ার্ড রিসেটের মত আরো নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ