মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

এই মোহের খেলা চিরতরের ♦নাসিমা হক মুক্তা♦

রিপোটারের নাম
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এই মোহের খেলা চিরতরের
♦নাসিমা হক মুক্তা♦

বাইরে যেমন বৃষ্টি
ঠিক তেমনি আমার ঘরে ঘুমন্ত ইচ্ছে
জেগে উঠেছে,
তার সাথে কিছুটা সখ্য করার

বুকের ভেতর হাঁস ডানা মন
মেঘের মতে কালো আঁধার ছেয়েছে কপালের নিচে
হাওয়া বদলের সাথে যে শ্রাবণ ঝরে
সেটি চিরকাল সবার –

সেখানে কেউ কেউ ভিজে,
আর কেউ কেউ ভেজাই আঙুল স্পর্শে

এই মোহের খেলা চিরতরের!

তবুও….. তবুও…..

এই বৃষ্টির গভীরে আমি নেমে পড়ি
তার রূপে ডুবে
চিৎকার করে উঠি – একটু তো শীতলতা দাও
বহু অঘুমের আলপথে
মিহি মায়াজালে কিছুটা চিল উড়া দুপুর
বাঁশবনে ঝুমঝুমি বাজুক…

তারপর না হয় – বৃষ্টি স্নানে ভিজে
কয়েক হাজার অরণ্য দেবো – বালির ওপর…..


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ