পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বেতগাড়ি গ্রামের একটি পরিত্যক্ত ক্লাব ঘরে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলেয়া নামের ওই নারীকে আটক করে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আলেয়াকে জিজ্ঞাসাবাদে জানা যায়, করোনার কারণে আলেয়া কর্মহীন হয়ে দেহব্যবসায় জড়িয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঁয়াকে অবগত করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই নারীকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করে ছেড়ে দেওযা হয়। সেই সঙ্গে ওই নারীকে পুনবার্সনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।