দি বাংলা খবর ::চট্টগ্রামের পটিয়ায় কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৩ জুলাই) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ এ অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করে জরিমানা আদায় করেন।
এ সময় কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার টাকা ও বরের চাচাত ভাই মো. কায়েমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুদপুরা এলাকার বাসিন্দা।
এদিকে, লকডাউনের প্রথমদিনে পটিয়ার বুধপুরা, বড়লিয়া, জঙ্গলখাইন, উজিরপুর, শান্তির হাট, কাশিয়াইশ নয়া হাট, মনসা ও পটিয়া রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি মামলায় ১৭ জনকে আরও ২ হাজার ৫০ টাকাসহ সর্বমোট ৪২ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, স্বাস্থ্যবিধি না মেনে ও সরকারি বিধি নিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনের পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯ জনকে ৪৫০ টাকা জরিমানা করা হয়।