শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন

নতুন ফিচার চালু করলো ইউটিউব, আয় করা যাবে আরো বেশি অর্থ 

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

দি বাংলা খবর ডেস্ক ::কিছুদিন পর পর গ্রাহকদের জন্য নতুন নতুন ফিচার চালু করে টিকটক ও ইনস্টাগ্রাম। তবে এবার ক্রিয়েটরদের আয়ের পরিমাণ আরো বাড়ানোর জন্য নতুন ফিচার চালু করেছে ইউটিউব।

 

ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘সুপার থ্যাংকস’। ইউটিউব থেকে অর্থ উপার্জনের এটি চতুর্থ পদ্ধতি।

সাবস্কাইবাররা বা ফ্যান-ফলোয়াররা সুপার থ্যাংকস ফিচারটি ব্যবহার করে তাদের পছন্দের ক্রিয়েটদের সাথে যোগাযোগ করতে পারবে। এক্ষেত্রে খরচ করতে হবে ২ ডলার থেকে ৫০ ডলার।

কেউ সুপার থ্যাংকস ফিচারটি ক্রয় করে তার পছন্দের কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওতে কমেন্ট করলে সেটিকে আকর্ষণীয় করে তুলে ধরবে ইউটিউব। বর্তমান নতুন ফিচারটি ৬৮টি দেশে চালু করেছে ইউটিউব। ফিচারটি ডেস্কটপের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইফোনে ব্যবহার করা যাবে। চলতি বছরের মধ্যে সব দেশে ফিচারটি চালু করার পরিকল্পনা নিয়ে ইউটিউব কর্তৃপক্ষ।

তবে যেসকল ভিডিওতে বয়সের সীমাবদ্ধ রয়েছে, আনলিস্টটেড, প্রাইভেসি মুড এবং শিশুদের জন্য নির্মিত কনটেন্টগুলাতে এ ফিচার কাজ করবে না বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। সূত্র: ইন্ডিয়ান এক্সপেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ