শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন

হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন 

রিপোটারের নাম
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকার সময় ভার্চুায়ালে যোগ দিয়ে বিএনপি’র জাতীয় নির্বাহি কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি’র পক্ষ হতে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করেন।

করোনা হেল্প সেন্টার উদ্বোধনকালে ব্যারিস্টার মীর হেলাল বলেন সরকার করোনা সংক্রমণ, টিকা প্রদান, চিকিৎসা এবং ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা প্রদানে ব্যর্থ হয়েছেন। করোনা মোকাবেলায় সরকারের সঠিক কোন রোড ম্যাপ নাই। যে কারণে প্রতিদিন পরিস্থিতির অবনতি ঘটছে। হামলা-মামলা-দমন-নিপীড়নের শিকার হয়েও বিএনপি জনগণের পাশে রয়েছে। বিএনপি নেতাকর্মীরা গতবছর পুরো বাংলাদেশে প্রায় ৩ কোটি অসহায় মানুষকে সহায়তা দিয়েছে এবং বর্তমানেও তা চলমান রেখে যাচ্ছে, এবং পাশাপাশি হাটহাজারী উপজেলা ও পৌরসভায় প্রায় ৩০ হাজার পরিবারকে আর্থিকভাবে ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা দিয়েছে এবং বর্তমানেও তা চলমান রয়েছে।
বর্তমানে করোনা হেল্প সেন্টার চালু করে চিকিৎসা সহযোগিতা দিচ্ছে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।

উক্ত পোগ্রামে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, যুগ্ন আহবায়ক আইয়ুব খান, বিএনপি নেতা হাজী ওসমান গণি, হাসান মাস্টার, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুর খান, বুড়িশ্চর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আকবর আলী, হাটহাজারী উপজেলা যুবদলের আহবায়ক ফকরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলী আকবর, ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান, সদস্য সচিব মুবিনুল হক, কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন রানা, যুগ্ম আহবায়ক সাইম, আহম্মেদ রাজু, শাহারিয়াত শিমরান, সদস্য সচিব মাহিন, ছাত্রদল নেতা মোঃ নয়ন, মোরশেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ