লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর ২০২১-২২ সেবাবর্ষের বেশকিছু সেবা কার্যক্রম ১৭ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। ততমধ্যে রয়েছে, এতিম ছাত্রদের পবিত্র কোরআন শরীফ, অসহায়-দুঃস্থদের খাদ্যসামগ্রী, মাস্ক ও এতিম বাচ্চাদের দুপুরের খাবার বিতরণ কর্মসূচী। লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির প্রেসিডেন্ট লায়ন মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন স্থপতি রিদওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪’র গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।
বিশেষ অতিথি ছিলেন জেলা ৩১৫-বি৪’র সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু, হাটহাজারীর ১১ নম্বর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, প্রেসিডেন্সি লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন হারুন ইউসুফ।
উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন কুতুব উদ্দিন, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন মহসিন আলী, লায়ন ডা. রেজাউল ইসলাম, লায়ন হোসাইন তৌসিফ আহমেদ, লায়ন মো. কায়সার চৌধুরী, লায়ন মীর মো. মোজাফফর, লায়ন আদনান পাশা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ফতেহপুর ইউনিয়ন পরিষদ, মরহুম আলহাজ কিবরিয়া স্মৃতি পরিষদ, স্টান্ডার্ড ব্যাংক লি. ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।