মাকে অনেক স্যালুট জানাই।
তবে বাবার সৎ আদর্শ এবং শিক্ষা ছিল আমার প্রতি,আমি যেন সদা সত্য কথা বলি, সৎ ভাবে চলতে পারি।
আজ আমি অনেক সুখী এবং অনেক গর্বিত।
বাবা মায়ের কথা কিছুটা হলে ও রাখতে পারছি।
কিন্তু,, বাবাকে প্রতিটা সময়ই খুব মিস করি।
আজ এই সুখের দিন গুলোতে বাবা পাশে নাই।।
বাবা ছিল সব সবসময় মাথার উপর ছায়া।
আজও প্রতিটা কাজে চলার পথে মনে মনে ভাবি
এই বুঝি বাবা আমায় মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন,তুই ভালো থাকিস মা। এই বুঝি বলছে বাবা আমায় –
সাবধানে চলাফিরা করিস। কোন অন্যায় পথে চলিস না।অপরাধের কাছে মাথা নত করিস না। যতই কঠিন সময় আসুক, কখনো ভেংগে পড়িস না। হাজার বিপদ আসলেও সত্য কথা বলবি।কারণ সত্য মানুষকে বাঁচায়।
সুখে থাকতে জীবনে এর চেয়ে বেশী কিছু লাগেনা।
তাই চাহিদা টাকে সব সময় সীমিত রাখবি..নিজের সাধ্য অনুযায়ী।। এসব আমার বাবা মার কাছেই শিখা।
আমার বাবা মাই তো আমার বড় শিক্ষক।।
অনেক কৃতজ্ঞ আমি বাবা মায়ের কাছে।।
আমার সংগীত জীবনে যাদের অবদান আছে
তাদের প্রতি ও আমার কৃতজ্ঞতা রইল।
“আর একজন শিল্পীর সম্মানের এবং সামনে এগিয়ে যাওয়ার মূল চাবি কাঠি হল শ্রোতা….!!
সেই শ্রোতাই যদি না থাকে শিল্পীর কিবা দাম আছে? শ্রোতাদের ভালোবাসা কত মধুর আমি জানি। তাই সব শ্রোতাদের সম্মান আর ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।।
আমার সকল ভালোবাসা একমাত্র আমার শ্রোতাদের জন্য।