দি বাংলা খবর ::দেশের শীর্ষস্থানীয় ইস্পাতশিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্র“প এর উদ্যাগে মিসরাইয়ের অর্ধ হাজার অসচ্ছল, কমর্হীন পরিবারের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। অদ্য ১৭ জুলাই শনিবার সকালে মিরসরাই সোনাপাহাড়স্থ বিএসআরএম এর কারখানায় মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম এর সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর এসব উপহার সামগ্রী তুলে দেন বিএসআরএম এর ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাশিম চৌধুরী, বিএসআরএম এর ম্যানেজার (মানব সম্পদ) জামাল হোসাইন, সহ-ম্যানেজার (এডমিন) জামাল উদ্দিন, সহ-ম্যানেজার (সিকিউরিটি) মো. ফয়েজ উল্লাহ প্রমূখ। এ সময় ম্যানেজার (এডমিন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসে বিপদগ্রস্থ ও সহায়হীন মানুষের পাশে দাঁড়ানোকে বিএসআরএম ব্যবসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই মনে করেন।