শত শত বছরের পুরোনো বৃক্ষরাজি, শান্ত পরিবেশ, কোলাহলমুক্ত ও নিরিবিলি স্থান, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চিহ্ন, চট্টগ্রামের নান্দনিক এই হেরিটেজ ও পরিবেশ ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল করতে দেয়া যায় না। হাসপাতাল করতে হবে জনগণের ফুসফুস ছিঁড়ে এবং হেরিটেজকে ধ্বংস করে, তা কখনো হতে পারে না। সিআরবি একটি দেশের প্রাচীন স্থাপত্য-নির্মাণ শৈলী, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, চট্টগ্রামের ৭০ লক্ষ মানুষের মুক্ত অক্সিজেন স্পট, সাংস্কৃতিক জোন ও একমাত্র উন্মুক্ত বিনোদন কেন্দ্র, যা ধ্বংস করা যায় না। অবিলম্বে চট্টগ্রামবিদ্বেষী এই উন্নয়ন প্রকল্প বাতিল করতে হবে। যদিও চট্টগ্রামে হাসপাতাল করতে হয়, তা সিআরবিতে নয়, রেলওয়ের অন্য জায়গায় করতে হবে। ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আজ ১৭ জুলাই শনিবার সকাল ১১টায় নগরীর সিআরবি’র সাতরাস্তার মোড় চত্বরে সিআরবি’র পরিবেশ ও হেরিটেজ ধ্বংস করে রেলওয়ে কর্তৃক বেসরকারি উদ্যোগে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি মো. হাসান মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি সিব্বির আহমেদ ওসমানী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম মহানগরের সভাপতি কোহিনুর আকতার কাজল, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সবিতা রানী বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শীলা চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলশী থানা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, জাসদ বান্দরবান জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুযশময় চৌধুরী, ভাড়াটিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. কালিম শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সংগঠনের বিভাগীয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুমন দত্ত, উপ-প্রচার সম্পাদক কেপায়েত উল্লাহ আরকান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাগর চন্দ্র দে, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডা. হারাধন দাশ, মহানগর শাখার সভাপতি ইমরান হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক শিবু কুমার শীল, সাংস্কৃতিক সম্পাদক আউয়াল খান, প্রচার সম্পাদক আবদুল বাচিন, মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস জোনাকি, শিল্পী নারায়ণ দাশ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, হাসপাতাল মানুষের জন্য করতে হয়। আর যে হাসপাতাল মানুষ চায় না, সেটা কখনো হাসপাতাল হতে পারে না। এটা হাসপাতালের নাম দিয়ে দেশের অন্যতম হেরিটেজ সিআরবিকে ধ্বংস করার অপকৌশল মাত্র। শত শত বছরের নান্দনিক ঐতিহ্য ও বিনোদনের উপজীব্য ধ্বংস করে কখনো চট্টগ্রামবাসী হাসপাতাল মেনে নেবে না।