শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন

মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন মিম!

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

 

দি বাংলা খবর :: লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ২০০৭ সালে শোবিজে পা রেখেছিলেন বিদ্যা সিনহা মিম। ওই বছর অভিনয় করেছিলেন হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমায়। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মিমের।

তার আগে হুমায়ূন আহমেদের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। ওই নাটকে পারিশ্রমিক পেয়েছিলেন পাঁচ হাজার টাকার। সে পরিশ্রমিকের টাকা এখনো সযত্নে রেখে দিয়েছেন এ অভিনেত্রী। মিম এখন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তদের মধ্যে একজন।

মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’ এর শুটিংয়ে এসব কথা জানিয়েছেন মিম। জোবায়ের ইকবালের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশীদ খান ও নন্দিতা। ঈদের তৃতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
মিম জানিয়েছেন, ক্যারিয়ারের এ পর্যায়ে প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন মিম। চরিত্র ভালো লাগার কারণ ‘নট হার ফল্ট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকেও কাজ করেছেন। সাপলুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল সিনেমাগুলোতে নিজেকে মেলে ধরতে চান মিম। নায়িকা হিসেবে নয়, অভিনেত্রী হিসেবে দর্শক মনে জায়গা পেতে চান তিনি।
এ লাক্স সুন্দরী বলেন, ‘অনেকের ধারণা শোবিজে আমার যাত্রা অনেকটা এলাম-দেখলাম-জয় করলামের মতো। তবে শুরুর দিকে আমাকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। লাক্স চ্যানেল আই সুপারস্টারের বিজয়ী হওয়ার আগে মায়ের সহযোগিতায় দুই বছর মিডিয়াতে কাজ করার জন্য চেষ্টা করেছিলাম। এমনকি একটি নাটকে অভিনেতা জাহিদ হাসানের বোনের চরিত্রে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলাম। তবে তখন থেকেই নিশ্চিত ছিলাম, যদি অভিনয় করতেই হয় প্রধান বা নায়িকা চরিত্রে অভিনয় করব।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম আরও জানান, শুধু চলচ্চিত্রেই নয়, টিভি নাটকে অভিনয় করার জন্যও সর্বোচ্চ শ্রম, আন্তরিকতা দিয়ে কাজ করতেন। মাহফুজ আহমেদের পরিচালনায় ‘শেষের কবিতার পরের কবিতা’ নাটকে অভিনয়ের জন্য সাইকেল চালানো শিখেছিলেন। কুমিল্লায় মাঝ রাস্তায় সাইকেল প্রশিক্ষণ নিতে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ