দি বাংলা খবর ডেস্ক :: ইউরো শেষ। কোপাও শেষ। উয়েফা ইউরোর সেরা একদাশ ঘোষণা করেছে। যেখানে রোনালদো নেই। কোপার সেরা একাদশ ঘোষণা করেছে কনমেবল। সেখানে মেসির নাম আছে। রোনালদোর নাম না থাকলেও ফুটবল দুনিয়া মেসি রোনালদোর নামটাই বেশি উচ্চারণ করে। প্রশ্ন ওঠে বিশ্ব ফুটবলে কে সেরা। লিওনেল মেসি নাকি, ক্রিশ্চিয়ানো রোনালদো? ফুটবল বিশ্বকে দেড় দশক শাসন করা এই দুই তারকার মধ্যে সেরা কে? দুই তারকার সমর্থকদের মধ্যে এই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।
মেসির ভক্তরা বলেন, মেসি সেরা; রোনালদোর ভক্তরা বলেন, রোনালদো সেরা। আন্তর্জাতিক ফুটবল দশের জার্সিতে কতটা সফল মেসি, রোনালদো। সাফল্য কার বেশি? কী বলছে পরিসংখ্যান?
দুই তারকার পরিসংখ্যানই বলছে তারা দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বকে শাসন করছেন। তবে, পরিসংখ্যান দেখে ম্যাচের ওপর তাদের প্রভাব কতটা বা কী পরিস্থিতিতে কাদের বিরুদ্ধে তারা খেলেছেন, সেটা বলা অসম্ভব। তাই এই পরিসংখ্যানকে দুই মহাতারকার পারফরম্যান্সের মাপকাঠি হিসেবে ধরে নেওয়া যুক্তিহীন এবং কাম্য নয়।
আন্তর্জাতিক টুর্নামেন্টে
মেসি
বিশ্বকাপ ২০০৬ ১ গোল
কোপা আমেরিকা ২০০৭ ২ গোল
বিশ্বকাপ ২০১০ ০ গোল
কোপা আমেরিকা ২০১১ ০ গোল
বিশ্বকাপ ২০১৪ ৪ গোল
কোপা আমেরিকা ২০১৫ ১ গোল
কোপা আমেরিকা ২০১৬ ৫ গোল
বিশ্বকাপ ২০১৮ ১ গোল
কোপা আমেরিকা ২০১৯ ১ গোল
কোপা আমেরিকা ২০২১ ৪ গোল
মোট ম্যাচ ৫৩
মোট গোল ১৯
আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসির মোট অ্যাসিস্ট ২২
পেনাল্টি থেকে গোল ৩
ফ্রি-কিক থেকে গোল ৫
কোপাতে একটি গোল করতে সময় নেন ২২৪ মিনিট
বিশ্বকাপে একটি গোল করতে সময় নেন ২৭১ মিনিট
আন্তর্জাতিক টুর্নামেন্টে
রোনালদো
ইউরো কাপ ২০০৪ ২ গোল
বিশ্বকাপ ২০০৬ ১ গোল
ইউরো কাপ ২০০৮ ১ গোল
বিশ্বকাপ ২০১০ ১ গোল
ইউরো কাপ ২০১২ ৩ গোল
বিশ্বকাপ ২০১৪ ১ গোল
ইউরো কাপ ২০১৬ ৩ গোল
বিশ্বকাপ ২০১৮ ৪ গোল
ইউরো কাপ ২০২০ ৫ গোল
মোট ম্যাচ ৪২
মোট গোল ২১
পেনাল্টি থেকে গোল ৫
ফ্রি-কিক থেকে গোল ১
আন্তর্জাতিক টুর্নামেন্টে রোনাল্ডোর মোট অ্যাসিস্ট ৮
ইউরোতে একটি গোল করতে সময় নেন ১৫৪ মিনিট
বিশ্বকাপে একটি গোল করতে সময় নেন ২১১ মিনিট