শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত

রিপোটারের নাম
প্রকাশের সময় : সোমবার, ১২ জুলাই, ২০২১

দি বাংলা খবর::করোনা আক্রান্ত হয়ে গত একদিনে চট্টগ্রামে নতুন করে ৯৫৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯০ জনে।

একই সময়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯০ জনে। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৭৮৪ জনে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষায় ৯৫৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৩৬ ও উপজেলার ৩১৯ জন।

জানা যায়, গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৪৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ